কাতারে রাষ্ট্রদূতকে বিদায় সংবর্ধনা দিয়েছে ফেঞ্চুগঞ্জ সমিতি

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০ 868 views
শেয়ার করুন
দীর্ঘ ৫ বছর দায়িত্ব পালন কালে কাতারে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত আসুদ আহমেদের সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সৌজন্য সাক্ষাত ও বিদায় সংবর্ধনা দিয়েছে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার।
 
বুধবার (১৯শে আগষ্ট) এ সময় উপস্থিত থেকে রাষ্ট্রদূত আসুদ আহমেদকে বিদায় সংবর্ধনা জানান সংগঠনের সভাপতি মোঃ আব্দুল খালেক,সহসভাপতি-মীর মোশারফ হোসেন নয়ন, সহসভাপতি শেখ সাইকুল ইসলাম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন, যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহিম মোঃ হাকিম, সাংগঠনিক সম্পাদক সিয়াম খান ও অর্ধ সম্পাদক মোঃ আব্দুল মালিকসহ অন্যান্যরা।
 
বিদায়কালে রাষ্ট্রদূত প্রবাসীদের কাতারের আইন মেনে চলার পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানান। এসময় সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মানবসেবার কর্মকাণ্ড তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দরা।